হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ– ফরিদপুর জেলার মধুখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী পলাতক আসামী রুবেল শেখকে (২৮) গতকাল রাতে বোয়ালমারী থানাধীন ঘোষপুর এলাকা হতে আটক করেছে ।
তার পিতা ছিদ্দীক শেখ, গ্রামঃ বনমালিদিয়া থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। তার বিরুদ্ধে ০১ টি সাজাসহ ০২ টি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন রুবেল প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে যাচ্ছে। পুলিশ রুবেলের সাঙ্গ পাঙ্গ ও দলপ্রতির উপর নজর রাখছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম যোগদানের পর থেকে, একের পর এক মাদক ব্যবসায়ী আটক করা হচ্ছে, ভেঙ্গে দেওয়া হচ্ছে মাদক ব্যবসায়ীদের অবস্থান, এছাড়াও যেকোন ধরনের অপরাধীকে কোন প্রকার ছাড় দেওয়া হচ্ছে না। অতি স্বল্প সময়ের মধ্যে মাডার মামলার আসামী শনাক্ত করতে সক্ষম হয়েছে, শিশু ধর্ষন মামলার আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে উপজেলার অপরাধ ও আইন শৃঙ্খলা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।