মোঃ আলমগীর হোসেন মাটিরাঙ্গাঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাঅভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন। আটকৃত মাদক ব্যবসায়ী সোলায়মান বাদশা (৩৫), পৌর ২ নং ওয়ার্ডের নবীনগর এলাকার মৃত মজিদ লিডারের ছেলে।

বুধবার(০৮ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকা নবীনগর পৌর ২নং ওয়ার্ড থেকে ১২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোলায়মান বাদশাকে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

পরবর্তীতে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী সোলাইমান বাদশাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ (পিবিজিএম,পিএসসি,জি) বলেন, অবৈধ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত দেশের যুব সমাজকে ধ্বংস করছে।

তারা মাদকের মাধ্যমে দেশকে হুমকির মুখে পতিত করছে। এ সকল মাদক ব্যাবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেওয়া হবে না। এ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর এমন বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন।