মো: সাগর হোসেন, বেনাপোল: বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে হতে বিপুল পরিমান বিদেশী মুদ্রা ও মদ সহ একজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে (বিজিবি)।
শনিবার বেলা ১০ টার সময় আশিক মিয়া নামে ওই পাসপোর্ট যাত্রীকে ইউএস ডলার, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি বাংলাদেশী টাকা সহ আটক করা হয়। যার সিজার মুল্য ৫১,১৮,০১৬ টাকা।
আটককৃত পাসপোর্ট যাত্রী শরিয়তপুর জেলার কলিম উল্যা মাষ্টার কান্দি গ্রামের নুরুল হক মোল্যার ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল শাহেদ মিনহাজ আবেদীন সিদ্দিকী জানান, সন্দেহ বশত ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আশিক মিয়ার ব্যাগ তল্লাশি করলে তার ব্যাগের মধ্যে চকলেট বিস্কুটের মধ্যে সাজানো ইউএস ডলার ২২,৩০০ সৌদি রিয়াল ৫৭,০০০ কানাডিয়ান ডলার ১০,০০০ ভারতীয় রুপি ৭২০ এবং বাংলাদেশী ৭,৪৩০ টাকা সহ ৮টি মদ উদ্ধার করা হয়।
যার সিজার মুল্য ৫১,১৮,০১৬ টাকা। উক্ত পাসপোর্ট যাত্রীকে হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।