মোংলায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভ্রাম্যমাণ আদালতের কর্তৃক অভিযান পরিচালনা করেছে মোংলা উপজেলা প্রশাসন। মোংলা শহর ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন বাস্তবায়নে সহায়তা করছে নৌবাহিনীর কন্টিনজেন্ট।

লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন,মোংলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও সহকারী সিনিয়র সচিব নয়ন কুমার রাজবংশী।

শনিবার সকাল থেকে বিধি নিষেধ না মানা,মাস্ক না পরা, অকারনে বাহিরে ঘোরাফেরা ও যে সকল যানবাহন নিষিদ্ধ আছে সেগুলি যারা চালাচ্ছে তাদেরকে অর্থ দন্ড করা হচ্ছে।এ পর্যন্ত পাঁচটি মামলায় ১হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। শনিবার (৩১ জুলাই) দুপুরে মোংলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন,সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছি। যারা আইন অমান্য করে সড়কে আসছে, বা দোকান খুলছে তাদের অনেককেই সর্তক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে।লকডাউন কার্যকরে এ অভিযান অব্যাহত থাকবে।