যশোর প্রতিনিধি: র্যাব-৬ যশোরের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬ সদস্যরা । বুধবার রাতে নড়াইল সদর উপজেলার বৌ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি বিল্লাল হোসেন যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের মৃত সোবহান উদ্দিন ভূইয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার অধিনায়ক লেঃ এম.নাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলণে র্যাব জানায়, ২০১১ সালে অক্টোবরে গোপালগঞ্জ থেকে এক হাজার ২২ পিছ ইয়াবাসহ আটক হয়। এঘটনায় সদর থানায় মামলা করে ডিবি পুলিশ। ওই মামলায় ২০২২ সালের ২৬ জুলাই গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত শামীমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এরআগে জামিনে মুক্তি পেয়ে বিল্লাল আত্মগোপনে চলে যায়। বিভিন্ন জেলায় পালিয়ে বেড়ায়। পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই ওয়ারেন্ট এর কপি যশোর র্যাবের হাতে আসায় তারা গোপনে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এরমাঝে খবর পান বিল্লাল নড়াইলে অবস্থান করছেন। সেখানে একটি ভাংড়ি মালামাল বিক্রির আড়ালে একই ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার প্রেক্ষিতে বুধবার রাতে র্যাব ক্রেতা সেজে বিল্লালের দোকানে যেয়ে আটক করেন তাকে। র্যাব আরও জানায়, বিল্লালকে ইতোমধ্যে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।