নিজস্ব প্রতিনিধি: ৮ জুন শনিবার ডিবি যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম, এএসআই (নিঃ)/৫৩৮ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্রে ২১.১০ ঘটিকার সময় যশোর বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রাম পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক জহুর আলী এর মালিকানাধীন টিনসেট বাড়ি হইতে ১৬০ (একশত ষাট) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৪,৮০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা (২৪), পিতা-মোঃ আইজ উদ্দীন, মাতা-নাসিমা খাতুন, সাং-বৃত্তি আচঁড়া, এ/পি সাং-নামাজগ্রাম (জনৈক জহুর আলীর বাড়ীর ভাড়াটিয়া) এবং মোহাম্মাদ ইবনে ফয়সাল (৩৩), পিতা-রবিউল আওয়াল, মাতা-হামিদা বেগম, সাং-গাজীপুর ৬ নং গেটের সামনে, উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
এই সংক্রান্তে এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে যশোর বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।