যশোর জেলা প্রতিনিধি: গত ০২ জুলাই মঙ্গলবার যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই(নিঃ)/বিপ্লব সরকার সংগীয় এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান, পিপিএম, এএসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে উক্ত তারিখ ১৮.৩০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামস্থ ঈদগাহ্ মাঠের সামনে বটতলা হইতে মোঃ জাহিদ হাসান চন্দন (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
সে যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকার বোলপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত আব্দুল আওয়াল এর ছেলে। তার কাছ থেকে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।