রাজশাহী দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ১ শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রাজশাহী জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিকনিদর্শনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে একটি অভিযান দল রবিবার সকাল ১০:৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন জয়নগর ইউনিয়নের পারিলা নাপিত পাড়া গ্রামের মাদকের আট মামলার আসামী মোঃ গোলাম রাব্বানী (৩৮) ডিবি পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়।

তার স্ত্রী মোছাঃ জাকেরা বেগম জাকিয়াকে নিজ বসত বাড়িহতে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে তার নিজ বাড়ি হতে ৩০ গ্রাম হিরোইন, ১৬৫ পিচ ইয়াবা, নগদ ৯৯৭০টাকাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী জাকেরা বেগম জাকিয়াকে তার নিজ বসত বাড়ি হতে মাদক ও অর্থসহ গ্রেপ্তার করা হয়েছে।

দুর্গাপুর থানায় গোলাম রাব্বানী ও জাকেরা বেগম জাকিয়ার নামে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়। আটককৃত আসামী জাকিয়াকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।