মনির খান, বিশেষ প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সিংগা গ্ৰামের সত্তার শেখের ছেলে রাজু শেখ (৩৩)কে লোহাগড়া শীতলা মার্কেট এলাকা থেকে ৫৫ পিচ কমলা রঙের ইয়াবা টেবলেট সহ আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলনের নির্দেশনায়, এস আই কে, এম, তৌফিক আহমেদ টিপুর পরিচালনায় এএসআই মিকাইল ও এএসআই বাচ্চুসহ অদ্য ২৬ মে ২০২২ তারিখ দুপুর ২টা ৩৫ মিনিটের সময় একটি গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া পৌর এলাকার লোহাগড়া শীতলা মার্কেট এলাকা থেকে রাজু কে ৫৫ পিচ ইয়াবা টেবলেট সহ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায় রাজু শেখ একজন নিয়মিত মাদক কারবারি। এবং এলাকাবাসীদের সাথে কথা হলে তাহারা ও বলেন রাজু শেখ এর জন্য আমাদের গ্ৰামের অনেক ছেলে নষ্ট হয়ে গেছে।
উক্ত বিষয় টি সম্পর্কে জানার জন্য লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন এর সাথে কথা হলে তিনি বলেন আজ দুপুরে রাজু শেখ নামের একজন ইয়াবা টেবলেট কারবারি কে ৫৫ পিচ ইয়াবা টেবলেট সহ আটক করা হয়েছে। তাকে আগামীকাল কোর্টে চালান করে দেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।