নড়াইলের জেলার লোহাগড়া থানাধীন লুটিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী কে গাঁজাগাছ সহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।

শুক্রবার (২ এপ্রিল ) সকাল সাড়ে ১১ টার দিকে রাজীব ঘোষ,(৪০) কে তার নিজ বসত ভিটায় লাগানো অবৈধ গাঁজাগাছ সহ তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার লুটিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামী রাজীব ঘোষ,(৪০)কে ,নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের, এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে,এ এস আই শরীফ, এ এস আই ওবায়দুল ও সঙ্গীয় ফোর্সসহ আসামীকে গাঁজাগাছ সহ আটক করেন।

আটকৃত রাজীব ঘোষ লুটিয়া গ্রামের মৃত ঋষিকেশ ঘোষ এর ছেলে।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এই জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এবং গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

 

মোঃ আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।

মোবাইলঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০