মো:আজিজুর বিশ্বাস, নড়াইল স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ডিবি”র অভিযানে ৩৩৫ পিচ ইয়াবসহ বাবু নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম (১৩সেপ্টেম্বর) মঙ্গলবার গভীর রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা এর নেত্রীত্বে এস আই সঞ্জীব ঘোষ,এ এস আই মোঃশরিফুল ইসলাম,ও কনেস্টোবল মোঃসালমান,মোঃরাজুঢালী ও নারায়ন সহ লোহাগড়া থানাধীন লাহুড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: বাবু মোল্লা (৪৭), পিতা-মোছাক মোল্লা,গ্রাম-লাহুড়িয়া, থানা-লোহাগড়া,জেলা-নড়াইল কে তার নিজ বাড়ি থেকে ৩৩৫ ইয়াবা সহ হাতেনাতে আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার) এর নির্দেশনা নড়াইল জেলা হতে মাদককে জিরো টলারেন্সে আনতে হবে তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশের ডিবি পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদককে নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মাদক কারবারী আসামি বাবু মোল্লার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।