নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল শেখ,(২২) নামে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ ।
আটককৃত মো:ফয়সাল শেখ লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাডা গ্রামের বাশার শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে লোহাগডা থানার ওসি সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল নামে ওই যুবক কে আটক করেছে।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক মাদক কারবারি ফয়সাল কে আদালতে প্রেম করা হয়েছে।
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।