মোঃ ইমরান হোসেন | স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলার আওতাধীন শ্রীমঙ্গল থানা পুলিশের গোপন তথ্য অনুযায়ী এক অভিযান পরিচালনায়, আজ বৃহস্পতিবার (২ আগষ্ট) সকাল ১১ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া রেল-স্টেশনের দক্ষিণে কালীঘাট রোড রাস্তার পূর্ব পার্শ্বে হতে তাহের মিয়ার চা দোকানের সামনে থেকে ৪(চার) কেজি গাঁজা সহ ২জনকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি আসাদুল হক শিপন (বীর)(২৯) ও আপন ভূঁইয়া (২১) আসাদুল হক শিপন মেরাশানীর, বিজয়নগর থানার মো. দুলাল মিয়ার ছেলে। একই এলাকার মৃত আনিছ ভূঁইয়া এর ছেলে আপন ভূঁইয়া।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক সাথে যোগাযোগ করা হলে অভিযনের সত্যতা নিশ্চিত করেন।আসামী দ্বয়কে উক্ত বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।