জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কামারেরচর খেয়া ঘাট থেকে চার জুয়ারীকে আটক করেছে সানন্দবাড়ির তদন্ত কেন্দ্রের পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে শেষ প্রহরে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন কামারেরচর খেয়া ঘাটে জুয়া খেলা চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবড়ি তদন্ত কেন্দ্রের এস আই আঃ মান্নান, এ এস আই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থান থেকে জুয়া খেলা অবস্থায় আশরাফুল (২৫) পিতা আঃ খালেক, দানেজ মিয়া (৪০) পিতা মৃত জুড়ান আলী, মোস্তফা মিয়া (৩৫) পিতা সাঈদ, নুর ইসলাম (৪০) পিতা মৃত বিশা মন্ডল কে গ্রেফতার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানায় নন এফ আই আর নং ২০/২০২২ তাং ১২/৪/ ধারা ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারা মামলা হয়। আসামীদের জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।