মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার(৬ নভেম্বর) সন্ধ্যা ৭.৪৫ মিনিটের দিকে সান্তাহার পান্নার মোড়ে অভিযান চালিয়ে নয়া মিয়া চিতু(২৬) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

আটককৃত নয়া মিতু চিতু(২৬) উপজেলার সান্তাহার পৌরসভার পশ্চিম লকুকলোনী এলাকার নওসের আলীর ছেলে।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।