সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিনশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
বুধবার দিনব্যাপী চলন্তিকা হাউজিং, ঋষিপাড়া, হেমায়েতপুর এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দীন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়।
এব্যাপারে প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দীন জানান, সকাল থেকে শুরু করে চলন্তিকা হাউজিং, ঋষিপাড়া, হেমায়েতপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে।এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান সহ জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক ০১ জন ব্যক্তিকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করায় ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে জব্দকৃত মালামাল আবিবি-সাভার কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।