![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/kk29-5.jpg)
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে র্যাবের অভিযানে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির এগারোটি তক্ষক। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এ তথ্য জানান।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ১১ নভেম্বর রাজধানীতে র্যাব-১০-এর সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষিত এবং পাচারের উদ্দেশ্যে আটক করা এই তক্ষকগুলো উদ্ধার করেন। এ ঘটনায় র্যাব ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) যাত্রাবাড়ী থানায় মামলা করে তক্ষকগুলো থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে যাত্রাবাড়ী থানা পুলিশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে তুলে দেয়। বুধবার পার্ক কর্তৃপক্ষ পার্কের নিরাপদ প্রাকৃতিক পরিবেশে তক্ষকগুলো অবমুক্ত করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।