সাভারে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার নবীনগর-সাভার মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মনবাড়িয়ার মো. রিয়াদ আহমেদ পাপ্পু (২৫) ও মো. রনি মিয়া (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে নবীনগর-সাভার মহাসড়কে অভিযান চালায় র্যাব। এ সময় ৬২ কেজি গাঁজা, ১ টি পিকআপ, নগদ ৬৪০ টাকা ও ২ টি মোবাইলসহ দুই জনকে আটক করা হয়।
র্যাব-৪-সিপিসি-২-এর কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটককৃত দুই জন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে সাভার, ধামরাইসহ ঢাকা জেলার আশেপাশের এলাকায় বিক্রি করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।