বা‌গেরহাট ডি‌বি পু‌লি‌শের বি‌শেষ ‌অ‌ভিযা‌নে চিতলমারী‌তে ২৫০‌পিচ ইয়াবা সহ গ্রেফতার হয় ইয়াবা ব্যবসায়ী।বুধবার রাত ৯টার সময় বড়বা‌ড়িয়া উ‌কিলপাড়া থে‌কে গ্রেফতার হয় হো‌সেন উ‌কিল।

চিতলমারীর বড়বা‌ড়িয়া কাজীর ভিটা মস‌জিদ এলাকায় ইয়াবা বি‌ক্রির সময় ২৫০‌পিচ ইয়াবা সহ জেলা ডি‌বি পু‌লিশ আটক ক‌রে।

হো‌সেন উ‌কিল ঐ এলাকার আক্তার উ‌কি‌লের পুএ। জেলা ডি‌বি পু‌লিশ গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আটক ক‌রে চিতলমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আই‌নে এক‌টি মামলা হয়। আসামী‌কে জেল হাজ‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।