রংপুর জেলা মহানগর পরশুরাম থানাধীন ৬নং ওয়ার্ডের বাসিন্দা আলিপ আলীর নৃ শংস হত্যাকান্ডে অভিযুক্ত ৩ আসামী গ্রেফতার ৬নং ওয়ার্ডের বাসিন্দা আসামি মোঃ সম্রাট মিয়া (৪৫)পিতাঃ মৃত নবাব আলী, আসামি মোঃ বকুল মিয়া (৪৫) পিতাঃ মৃত কদর উদ্দিন,আসামি আশরাফুল ইসলাম (৩৮) পিতা মৃত জহির উদ্দীন, ৩ জন আসামির মধ্যে ২ জন স্থায়ী বাসিন্দা ৬নং ওয়ার্ড পরশুরাম থানায়। আর ১ জনের স্থায়ী ঠিকানা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া গাড়াগ্রাম এলাকায়। তিনি আলিপ আলীর চাচাতো বোনের কাছে ঘরজামাই আছেন। হত্যাকারী সম্রাট বলেন এর আগে ৩ টি হত্যাকান্ডের আসামি ছিলাম এটা আমার ৪র্থ নম্বর হত্যা৷
৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত জমছেদ আলীর পুত্র মোঃ আলীপ আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার ১২ জানুয়ারি-২০২৪ইং সকালে নগরীর পরশুরাম থানাধীন ৫ নং ওয়ার্ডের বুড়াইল বাজার চিলের ঝাড় নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হোসেন আলী বলেন,পাকা রাস্তা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলীপ আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।