বাগেরহাটের কচুয়ায় সয়াবিন তেল অবৈধ মজুদের দায়ে চৈতন্য দাস নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার বাঁধাল বাজারের চৈতন্য স্টোরে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার তেল জব্দ করা হয়। জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, অবৈধভাবে তেল মজুদের দায়ে চৈতন্য স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ হাজার লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।