আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ হাজার টাকার কারেন্ট জালে অগ্নিসংযোগের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের ধলধলিয়া বিলে অভিযান চালিয়ে জালগুলো বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী।

জানা গেছে, উপজেলার ধলগ্রাম এলাকার ধলধলিয়া বিলে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০ টি চায়না কারেন্ট জাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এর আগে উপজেলা সদরের বিভিন্ন দোকানে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা জানিয়েছেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে এ অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।