এম.ডি. জিলহজ খান কুষ্টিয়া: জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে আজ ২৬/০৪/২০২০ইং.তারিখে কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োনীয় পন্যদ্রব্য ও ফলের বাজারে মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ক্রয় কৃত পণ্যের মূল্যের রশিদ সংরক্ষন না করা এবং তরমুজের মূল্য বেশি রাখার দায়ে কৃষি বিপনন ২০১৮ এর ১৯ ধারায় চারটি মামলা ও চারটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা আদায় করা হয়েছে একই সাথে রমজান মাসকে উপলক্ষ্য করে অন্যায়ভাবে দাম বৃদ্ধি না করতে তরমুজ ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও মোঃ বনি আমিন এর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়। ইফতার সামগ্রী ও মৌসুমী ফলের অযুক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে জেলা প্রশাসকদের কঠোর নজরদারি অভিযান অব্যাহত থাকবে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।