শেখ মোস্তফা কামাল,কেশবপুর(যশোর): যশোরের কেশবপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে জিয়াউর রহমান (৪৫) নামে এক মাদক কারবারিকে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। গত সোমবার (২৪ জুলাই) রাতে উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার লালপুর গ্রামের মৃত মোবারক আলী মোড়লের ছেলে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয় ব্যানার্জী, হাসান মাহমুদ, আবুল হোসেন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান, মোক্তার আলী ও তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ২৪ জুলাই (সোমবার) রাতে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে লালপুর গ্রামের জিয়াউর রহমানকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ইয়াবাসহ জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস জঙ্গিমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।