কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরে দোকান খোলা রাখায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় কেশবপুর শহরের দেলোয়ার হোসেনকে ১ হাজার, ইয়াকুব আলী মোড়লকে ১ হাজার এবং সবুজ হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা শহরের জয়নাল আবেদীনকে ৫শ’ এবং বিষ্ণুপদ পালকে ৫শ’ টাকা জরিমানা করেন।