যশোরের মণিরামপুরে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানাযায়, উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া ও বাটবিলা গ্রাম এলাকায়, মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করতে দেখা যায়। এবং তাৎক্ষণিক সেখানে মাদকসেবিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ‘গাঁজা সেবনের অপরাধে কাজিয়াড়া গ্রামের ইমান আলীর ছেলে আসাদুজ্জামান(৩৪)কে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বাটবিলা গ্রামের সঞ্জয় বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (২৫) একইসঙ্গে বাজিত পুর গ্রামের বিষ্ণু মন্ডলের ছেলে উজ্জ্বল মন্ডল কে ১০০ টাকা করে অর্থদণ্ডসহ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।