![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/received_684830462656049.jpeg)
মোঃ এনামুল হক, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের মিরসরাই থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০কেজি গাঁজা এবং ২০০বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৭গ্রেফতার করে,গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ মাহফুজ (১৯) পিতাঃ মোঃ আব্দুল হক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন উত্তর বেনিয়ারা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, ৩মার্চ বৃহস্পতিবার রাত ৩টার পর মিরসরাই থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামে আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে প্রাইভেটকার তল্লাশী করে মোড়ানো অবস্থায় ২টি প্লাস্টিকের বস্তায় ২০কেজি গাঁজা এবং ১টি প্লাস্টিকের বস্তায় ২০০বোতল ফেনসিডিলসহ মোঃ মাহফুজ নামে একজনকে গ্রেফতার করে এসব মাদকদ্রব্যের যাহার আনুমানিক মূল্য ৫লক্ষ টাকা।
গ্রেফতারকৃত মোঃমাহফুজ কুমিল্লার সিমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারীদের নিকট দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাহফুজ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।