চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি – ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে গত শুক্রবার রাতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে ।

অভিযানে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে ২ জেলেকে আটক করে নগদ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া পদ্মা নদীতে ব্যবহৃত চার লক্ষ টাকা মূল্যমানের চারটি বেড় জাল ও ৮ হাজার টাকা মূল্যমানের ২ টি কারেন্ট জাল জব্দের পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানা যায়।

অভিযানের অন্যরা হলেন -উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এসআই আহসান, পুলিশ কনস্টেবল আতিকুল ও আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ।