ক্রাইম রিপেটার : মো আমিন আহমেদ ১৬/০৪/২০২১ খ্রিঃ তারিখ এসআই(নিঃ)/পীযূষ কান্তি দাস, সঙ্গীয় রাত্রীকালীন সিয়েরা-২২ অফিসার এএসআই(নিঃ)/মোঃ ইখতিয়ার উদ্দিন, কং/২০৪৮ আল আমিন, কং/২০৮৪ জুবায়ের, কং/২০০১ শিপলু সহ জালালাবাদ থানা এলাকায় অভিযান ডিউটি পরিচালনাকালে রাত ২২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নস্থ গালমশাহ পঞ্চায়েত কবরস্থান সংলগ্ন উত্তর পাশে খোলা জায়গায় কয়েকজন লোক টাকার বিনিময়ে অবৈধ ভাবে প্রকাশ্য স্থানে জুয়া খেলছে। এসআই(নিঃ)/পীযূষ কান্তি দাস উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত্রীকালীন সিয়েরা-২২ ডিউটিতে নিয়োজিত সঙ্গীয় অফিসার ফোর্সসহ উল্লেখিত ঘটনাস্থলে রাত ২২:৩০ ঘটিকার সময় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীগণ দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। রুহেন আহমদ (৪০), পিতা-আব্দুর রহমান, সাং-গালমশাহ, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। তহির মিয়া (৪০), পিতা-তজমুল আলী, সাং-বানাগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। আনোয়ার আলী (৪২) পিতা-মৃত আইয়ুব আলী, সাং-খসরপুর, থানা-জালালাবাদ, জেলা-সিলেটদের ধৃত করেন। ঘটনাস্থলে থাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের দেহ তল্লাশী করে (ক) জুয়া খেলায় ব্যবহৃত ৫৩টি তাস, (খ) জুয়া খেলার ব্যবহৃত ০১টি পাটি, ৩। জুয়া খেলার বোর্ড হতে নগদ মোট-৭০/- (সত্তর) টাকা আসামীদের দখল হতে প্রাপ্ত হয়ে এসআই(নিঃ)/পীযূষ কান্তি দাস গত ১৬/০৪/২০২১ খ্রিঃ তারিখ রাত ২৩:০০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ)/পীযূষ কান্তি দাস বাদী হয়ে আটক ০৩ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-২২, তাং-১৭/০৪/২০২১খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। আটক আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

বিষয়টি অফিসার ইনচার্জ, জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।