নন্দীগ্রাম, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে টিসিবির পণ্য পাচার কালে জনতার হাতে ধরা খেয়ে ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা গুনলেন রিফাত ইন্টার প্রাইজ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১নং বুড়ইল ইউনিয়নে টিসিবির কার্ডধারিদের পণ্য না দিয়ে চেয়ারম্যান সহ ট্যাগ অফিসারের চোখ ফাঁকি দিয়ে ৩৪ কেজি ডাল, ২৭ কেজি চিনি ও ৭৮ কেজি সয়াবিন তেল ডিলারের সহযোগী মো, জাকারিয়া কহুলি গ্রামে তার শশুর বাড়িতে লুকিয়ে রাখে।

পরে সন্ধার পর ওটো ভ্যান যোগে পাচারের সময় ধরে ফেলে গ্রামবাসী। বিষয়টি চেয়ারম্যান জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাতকে জানায়।

সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে রিফাত ইন্টার প্রাইজ কে ১লক্ষ টাকা জমিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) শিফা নুসরাত।

উক্ত বিষয়ে শিফা নুসরাত সাংবাদিকদের বলেন, টিসিবি পণ্য পাচারের দায়ে রিফাত ইন্টার প্রাইজ কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং পন্য গুলো নির্ধারিত দামে গ্রামবাসীর নিকট বিক্রি করা হয়েছে।

তিনি আরো বলেন, এই ১লক্ষ টাকা জরিমানা তো একটা সতর্ক বার্তা মাত্র, পরবর্তীতে কেউ এমন ঘটনা ঘটালে তার পরিনতি হবে ভয়ংকর।