খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ০৫-০১-২০২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে ঠাকুরগাঁও ও দিনাজপুর এর বিভিন্ন উপজেলায় এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় বিতরণ করতে নিষেধ করা হয়
১)এইচ আর ব্রিকস কালীবাড়ি,সদর,ঠাকুরগাও- ক্লে ব্রিকস
২) আদুরী ফুড প্রোডাক্টস, পল্লী বিদ্যুত বাজার,সদর, ঠাকুরগাও – সরিষার তেল
৩) আদুরী ফুড ইন্ডাস্ট্রিজ, কালী বাড়ি বাজার, সদর, ঠাকুরগাও- ড্রিংকিং ওয়াটার
৪) এম আই এস ব্রিকস, সেনিহারী, সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর – ক্লে ব্রিকস
৫) এম আই ব্রিকস, দেওখারা, বোচাগঞ্জ, দিনাজপুর- ক্লে ব্রিকস
৬) জেড ব্রিকস, রামদাসপাড়া, বোচাগঞ্জ, দিনাজপুর- ক্লে ব্রিকস
উক্ত অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের কর্মকর্তা জনাব মোঃ জাহিদুর রহমান,সহাকারী পরিচালক (সিএম ), মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার( সিএম) ও নবাগত ইশতিয়াক আহম্মেদ , ফিল্ড অফিসার( সিএম) উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।