ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার,জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে র্যাবের অভিযানে পাইপগানসহ শহিদুল ইসলাম নাদু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তার কাছ থেকে একটি ছুরিও পাওয়া যায়।
শহিদুল ইসলাম নাদু দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের রামপুরা গ্রামের ওয়াজেদ আলী খোকার ছেলে। ২ অক্টোবর দিবাগত রাতে দেওয়ানগঞ্জ গেইটপাড় বটতলা থেকে ওই যুবককে আটক করা হয়।
জানা গেছে. ২ অক্টোবর রাতে নাদু দেশীয় অস্ত্র পাইপগান ও ছুরি নিয়ে দেওয়ানগঞ্জ গেইটপাড় এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব-১৪’র একটি চৌকস দল।
এস আই জসিম উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪ নায়েক সুবেদার আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে নাদুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদকসহ ৭-৮ মামলা আছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, নাদুকে আটক করে ৩ অক্টোবর সকালে থানায় হস্তান্তর করা হয়। ওই দিন দুপুরেই তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।