নওগাঁর রানীনগর উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের কোটি টাকা দামের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ সময় আমজাদ হোসেন (৫৫) নামের এক মূর্তি ব্যবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিন ভোরে রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের বাদল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই মূর্তিটি উদ্ধার করা হয় আটককৃত আমজাদ হোসেনের গ্রামের বাড়ি নওগাঁর আটনিতা পাড়ায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর একটি দল বৃহস্পতিবার ভোরে বড়গাছা ইউনিয়নের বাদল মিয়ার বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িটি থেকে ১৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। এ সময় আমজাদ নামের মূর্তি ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।