কলমকথা ডেস্ক:
অলিউর রহমান,মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বৃহস্পতিবার নবাবগঞ্জে আসন্ন ইদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে আইন অমান্য করে সেমাই তৈরী করার অপরাধে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় সহ মালামাল ধ্বংস করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেছেন।
যাদের জরিমানা আদায় করা হয়েছে- উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাটের হোসেন আলীর ২০হাজার টাকা, গুনবিহারের রবিউল ইসলাম এর ১৫হাজার টাকা, মতিহারা গ্রামের শাহাদত হোসেন এর ৫ হাজার টাকা।
এছাড়াও ১নং জয়পুর ইউনিয়নের উত্তর শাহাবাজপুর গ্রামের জিয়াউর রহমানের তৈরী করা মালামাল ধ্বংস করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সেনেটারী ইনেসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোকছেদুল মমিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।