নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নারান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি গাঁজা গাছসহ এক জন কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।সোমাবার ৩ মে রাত ৮ টা ৩০ মিনিটের দিকে আসামী মিলন বিশ্বাস (৪৫) নামে ওই ব্যক্তি কে তার বসত ভিটা থেকে ২ টি গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়।আটককৃত মিলন বিশ্বাস উপজেলার নারান্দিয়া গ্রামের মৃত ভরত বিশ্বাস এর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লোহাগড়া থানাধীন নারান্দিয়া এলাকা থেকে মিলন বিশ্বাস (৪৫) কে তার বসত ভিটায় লাগানো ২ টি গাঁজা গাছসহ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেপ্তার করেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ ফুট এর বেশি লম্বা ২ টি গাঁজা গাছসহ এক গাজা চাষি কে আটক করেছি,আসামীর বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো বলেন মাদক এর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।