নড়াইল জেলার কালিয়া থানাধীন সমীরোখোলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন কে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। রোববার ২ মে রাত ১২ টা ৩০ মিনিটের দিকে মো: শহীদুল শেখ ও মো: টিটো শেখ নামে দুই মাদক ব্যবসায়ী কে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সমীরোখোলা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: শহীদুল শেখ (৪০), পিতা-মৃত কাদের শেখ ও মো: টিটো শেখ (৩০), পিতা-মৃত ফিরোজ শেখ কে ৫৩০ (গ্রাম) গাঁজাসহ আটক করেন। আটকৃত আসামীদের বাড়ি কালিয়া থানাধীন সমিরোখোলা গ্রামে।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুই ব্যক্তি কে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।