রাজশাহী ব্যুরোঃ
পুঠিয়ায় গাঁজসহ আটজনকে আটক করেছে র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী ব্যাটালিয়ন সদর রাজশাহীর একটি অভিযানিক দল। আটককৃতরা হলো, পুঠিয়ার ধঞ্জয়পাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে রানা আলী (২০), পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর এলাকার মৃত পারভেজ হোসেনের ছেলে তানজিরুল আলম ওরফে তানিম (২০), পুঠিয়া রাজবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে নাদিম মুন্না (১৯), চারঘাট উপজেলার বরকতপুর সাজিপাড়া এলাকার ফরমান আলীর ছেলে সেন্টু (৩০), চারঘাট উপজেলার কালোহাটি গ্রামের মুজিবর সরকারের ছেলে রাশেদুল সরকার (২৯), লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে ফরিদ আলী (৩০), লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের রবিউল আলমের ছেলে সালেকিন আহমেদ (২৩) ও চারঘাট মৌগাছি গ্রামের সুমন আলীর ছেলে শুভ (১৯)। গত ১৭ আগস্ট মঙ্গলবার র্যাবের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন দুপুর পৌনে তিনটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ উপজেলা সদরের পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের পিছনে মাঠের মুক্ত মঞ্চে কতিপয় ব্যক্তি আসর বসিয়ে মাদকদ্রব্য গাঁজা সেবন করছে। পরে সেখানে অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আটককৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপরোক্ত ব্যক্তিগণকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা, ৬টি মোবাইল, ১০টি সীমকার্ড, ১টি কলকি, ৪টি গ্যাস লাইট উদ্ধার করা হয়। পরে আটককৃতদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়। এবিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।