বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর
জেলার কোতয়ালী থানা হতে মোটরভ্যান চোর চক্রের ০৫ সদস্য আটক ।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে দেশব্যাপী বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গত কয়েক দিন আগে স্থানীয় তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার সালথা থানা এবং মধুখালী থানা এলাকায় কতিপয় ব্যক্তি ব্যাটারী চালিত ভ্যান চুরি/ছিনতাইসহ মানুষ হত্যার মত জঘন্য কার্যক্রম করে চলেছে। গত আগস্ট ২০২১ মাসে ফরিদপুর জেলার সালথা এবং মধুখালী উপজেলায় অনুরুপ চক্র অটো ভ্যান চুরি/ছিনতাই কালে ০২ জন নিরীহ ভ্যান চালককে হত্যা করে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্প উক্ত চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য তৎপর হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর
২০২১ তারিখ একজন ভূক্তভোগী ছারা মুসল্লী(৬৭), পিতা-মৃত গণি মুসল্লী, সাং-শ্রী নগর, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর অত্র ক্যাম্পে এসে একটি ভ্যান গাড়ী চুরির অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ১৫/০৯/২০২১ তারিখ উক্ত ভ্যান গাড়ী চোর চক্রের সদস্য ০১। মোঃ সাব্বির কাজী(১৯), পিতা-মোঃ লিটন কাজী, সাং-নটখোলা, থানা-সালথা, জেলা-ফরিদপুরকে আটক করেন। পরবতর্ীতে ধৃত আসামীকে ভ্যান চুরির কথা জানতে চাইলে সে চুরির দায় স্বীকার করে এবং ভ্যান গাড়ীর ব্যাটারী ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মেসার্স রতন সাইকেল মার্ট নামক দোকানে বিক্রয় করার কথা স্বীকার করে। ধৃত আসামীর তথ্যের ভিত্তিতে মেসার্স রতন
সাইকেল মার্ট নামক দোকানে অভিযান পরিচালনা করে আসামী ০২। মোঃ সোহেল আশরাফ(৫২) পিতা-মৃত আশরাফ আলী, সাং-গোয়ালচামট মোল্লা বাড়ী সড়ক, থানা- কোতয়ালী, উভয় জেলা-ফরিদপুর ও ০৩। সুমন বিশ্বাস(২৪), পিতা-সমিরন বিশ্বাস, সাং-
ঘাষিয়াড়া, থানা-শ্রীপুর, জেলা-মাগুরাদ্বয়কে আটক করেন এবং তাদের দোকান হতে উক্ত ভূক্তভোগী ব্যক্তির ০৪টি ব্যাটারীসহ মোট ১৬টি চোরাই ব্যাটারী এবং চোরাই ব্যাটারী ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৭০০০/-
টাকা জব্দ করা হয় এবং ধৃত আসামী সাব্বিরকে ভ্যান গাড়ীর অবশিষ্ট অংশ সম্পর্কে জানতে চাইলে সে স্বীকার করে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানার মোঃ হাশেম শেখ এবং রাজীব মাতুব্বর নামক ব্যক্তির নিকট বিক্রয় করেছে।
পরবতর্ীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুরজেলার কোতয়ালী থানাধীন আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০৪। মোঃ শেখ হাশেম(৫৮), পিতা-মৃত শেখ মহর, সাং-আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী, থানা-
কোতয়ালী, ০৫। মোঃ রাজীব মাতুব্বর(২০), পিতা-মোঃ ইয়াকুব মাতুব্বর, থানা-সালথা, উভয় জেলা-ফরিদপুর আটক করে এবং তাদের নিকট হতে ০৪টি ব্যাটারী, ০১টি ভ্যানের বডি, ০১টি ভ্যানের মোটর, ০১টি ভ্যানের ফর, ০১টি ভ্যানের চেইন এবং চোরাই ভ্যান ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।