জেলা প্রতিনিধি, এস এম রাকিব: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্ব্যে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ২৭ কেজি গাঁজা ও ০১টি প্রাইভেট কার সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।

বগুড়া ডিবির একটি টিম অদ্য ইং-১৩/০১/২০২২ তারিখ ১০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, একটি সাদা রংয়ের প্রাইভেট কার এ দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বহন করিয়া কুড়িগ্রাম হইতে বগুড়া হয়ে ঢাকার দিকে যাইতেছে। উক্ত সংবাদটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নয়মাইল নামক স্থানের ঢাকা-বগুড়া মহাসড়ক হইতে বিলচাপরীগামী পাকা রাস্তার মোড়ে মহাসড়কের পূর্ব পাশে চেকপোষ্ট স্থাপন করিয়া বিভিন্ন যানবাহন তল্লাশী কালে বর্ণিত প্রাইভেট কারটি আসিতে দেখিয়া থামানোর সংকেত দিয়া প্রাইভেট কারটি আটক করে।

আটককৃত প্রাইভেট কারে থাকা চালক ও পাশের সিটে বসা ব্যক্তিদ্বয়ের পরিচয় জিজ্ঞাসা করিলে তাহারা ব্যবসায়ী পরিচয় দেয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিদ্বয়কে প্রাইভেট কারে কোন অবৈধ মাদকদ্রব্য আছে কিনা সে সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তথায় উপস্থিত সাক্ষী সহ আরো লোকজনের উপস্থিতিতে প্রাইভেট কারটি তল্লাশীকালে উক্ত প্রাইভেট কারের বেকডালার ভিতর পৃথক পৃথক ভাবে APEX লেখা দুইটি কালো ব্যাগের ভিতর সাদা পলিথিন দ্বারা বিশেষভাবে মোড়ানো দুই পোটলা কথিত মোট ২৭(সাতাশ) কেজি কথিত শুকনা গাঁজা সহ আসামী ১। মোঃ খলিলুর রহমান(৩৬), পিতা-মৃত খবির উদ্দিন, সাং-শিমুলবাড়ী মিয়াপাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম ও ২। মোঃ বকুল ইসলাম(৩৮), পিতা-মৃত তোফাজ্জল হোসেন মন্ডল, সাং-কিশোরীপুর(চেয়ারম্যান এর ইট ভাটার পাশে), থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।