বরগুনার যুবলীগ নেতা খোকন হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য জাফরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ। এদিন ভোরের দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে জাফরকে গ্রেফতার করা হয়।
বরগুনা থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শ মারুফ আহমেদ জানান, দীর্ঘদিন পলাতক থাকার পরে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে সাবেক ইউপি সদস্য জাফরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, চলতি বছরের পহেলা জুলাই দুপুর ১২টার দিকে ফুলঝুরি নদীর মোহনা থেকে যুবলীগ নেতা খোকনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া এই মামলায় আরও দু’জকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- একই এলাকার রাসেল ও কনু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।