বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ যশোরের বাঘারপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যাবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার যশোরের সহকারি পরিচালক ওয়ালিদ বিন হাবিব, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারি, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি।

ভোক্তা অধিকার যশোরের সহকারি পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানিয়েছেন, দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৪ জন ব্যাবসায়ীকে ৫’শ টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।