আসামি ধরতে গিয়ে পা ভেঙে গুরুতর আহত হয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর কবির। তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, উপজেলার মিরপুর তিতারকোনা গ্রামের ইয়াকুব উল্লাহর ছেলে সাহেব আলী নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
শুক্রবার দুপুরে আলমগীর কবীরের নেতৃত্বে তিতারকোনা গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় সাহেব আলীকে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। তখন তাকে ধাওয়া দিলে পা ফসকে পড়ে যান ওসি আলমগীর। এতে তার পা ভেঙে যায়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।