রংপুর জেলার কাউনিয়া উপজেলায় ০৩টি চিপস এর ফ্যাক্টরীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচালনা মান যাচাই এর জন্য অনস্পট নমুনা সীলগালা।
খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ১০-১১-২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে (১) মেসার্স মিফতাহুল ফুড প্রোডাক্টস্, বেইলি ব্রীজ, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিতে তৈলের পরিবর্তে বালু দিয়ে চিপস্ ফ্রাই করতে দেখা যায়। পণ্যের মান যাচাই করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। (২) মেসার্স আরিফা ফুড প্রোডাক্টস্, সাব্দি, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিতে বিএসটিআই এর অনুমোদন ব্যতীরেকে চমক বিমান ও চমক পটেটো ক্রাকার্স ব্রান্ডের মোড়ক পাওয়া যায়।
উক্ত ব্রান্ড গুলি লাইসেন্সে সংযোজন এর পরামর্শ প্রদান করা হয় এবং চমক মাস্তি ব্রান্ডের চিপস্ এর গুণগত মান পরীক্ষর জন্য উৎপাদনস্থলে সীলগালা করা হয়। (৩) মেসার্স নাফে ফুড প্রোডাক্টস্, রাজীব, টেপামধুপুর, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিতে নাফে ব্রান্ডের চিপস্ এর গুণগত মান পরীক্ষর জন্য উৎপাদনস্থলে সীলগালা করা হয়।
জনাব মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।