নাসিম আক্তার | বেনাপোল: সীমান্তবর্তী এলাকা বেনাপোলে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ শংকর কুমার (২৭) ও আজিম শেখ (২০) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।
বুধবার ( ০২ জুন) রাত সাড়ে ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক শংকর কুমার বেনাপোল পোর্ট পুটখালি গ্রামের শ্রী কানাই সরকারের ছেলে ও আজিম শেখ একই গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি সৌমেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের খলসি এলাকায় অভিযান চালিয়ে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রের চালান সহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।