তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অসুস্থ গরু
জবাই করে বিক্রি করার অপরাধে মাংস ব্যবসায়ী সুমনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার (১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে মাংস ব্যবসায়ী সুমন অসুস্থ গরু জবাই করে পৌর বাজারে বিক্রি করছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. মোশারফ হোসাইন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান
আদালত বসিয়ে অসুস্থ গরুর মাংস বিক্রি করার অপরাধে ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।