![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2024/06/AddText_06-22-02.56.02.png)
তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ দশের অধিক মাদক মামলার আসামি রিপন শেখকে (৪৪) ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর এসআই মামুন ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। রিপন শেখ পৌরসভার দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা। আসামিকে শনিবার (২২ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন ইসলাম, এএসআই মনির হোসাইন, এএসআই শফিউদ্দিন অভিযান চালিয়ে রিপন শেখকে তার বসত ঘর থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
এসআই মামুন ইসলাম বলেন, রিপন শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে পূর্বে দশের অধিক মাদক মামলা রয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, গাঁজাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।