যশোর জেলার মনিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামে মনিরামপুর থানা পুলিশের অভিযানে মহিলা সহ তিনজন গ্রেফতার।
অপরাধকৃত ব্যাক্তিরা হলেন মনিরামপুর থানাধীন খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্যবসায়ী ছুরাব গুলদারে ত্যাজ্য সন্তান জাহাঙ্গীর এবং তার বউ শেফালী বেগম।অন্যজন হলেন একই গ্রামের গ্রীস প্রবাসী শাহাদাতের ছেলে ইবাদত হোসেন।
ঘটনাস্থল থেকে দৈনিক কলম কথা সোর্স এর মাধ্যমে জানা যায় যে,আনুমানিক রাত ৮ঃ৩০ মিনিটে মনিরামপুর থানার দারোগা কাজলের নেতৃত্বে একটি টিম গঠন করে গোপন সূত্রে অভিযান চালানো হয় গোপালপুর গ্রামে এবং ঘটনাস্থল থেকে অপরাধ কৃত আসামির থেকে ৭.৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে গাঁজা সহ আটক তিন ব্যাক্তিকে মনিরামপুর থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর গোপালপুর বাসী যেন হতবাক ও থমকে গেছে। স্থানীয় কিছু লোকজন দৈনিক কলম কথাকে বলেন আমাদের দেশ ও সমাজ কিভাবে দূর্নীতি মুক্ত থাকবে।
কলমকথা/এমএনহাসান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।