মণিরামপুর প্রতিনিধি: মাদককে জিরো টলারেন্স স্লোগান নিয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের সার্বিক দিকনির্দেশনায় মণিরামপুর থানা পুলিশের চৌকস টিম শুকুর আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
৫ মার্চ উপজেলার মহাতাবনগর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে শুকুর আলী(২৬) কে তার বসতবাড়ীর উঠান হইতে ২০০ গ্রাম গাঁজা, অবৈধ মাদক বিক্রয়ের ৩৫,০৬০/- টাকা, ০১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মনিরামপুর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে, ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, অবৈধ মাদক থেকে সকলে বিরত থাকুন এবং মাদক কারবারিদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।