মাবিয়া রহমান, স্টাফ রিপোর্টারঃ যশোরের মণিরামপুরে মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ।সোমবার(১৬ই) আগস্ট বিকাল ১৬:৩০ ঘটিকার সময় এএসআই সোহেল রানা পারভেজের সংগীয় এএসআই কাজল চ্যাটার্জী ও ফোর্সসহ উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়নের ধোনার গ্রামের ইন্তাজ আলীর বাড়ীর উঠান থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ আঃ রকিব(৫০)ও ইন্তাজ আলী(৫৫) নামের দুুই মাদক ব্যবসায়ীকে আটক করে।১নং আসামি রকিব,, যশোর কোতয়ালী থানাধীন সিরাজসিংহ গ্রামের মৃত সালাম গাজী ও ২নং আসামি ইন্তাজ আলী,,উপজেলার ধোনার গ্রামের মৃত আঃ মজিদ গাজীর ছেলে।

২০১৮ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬(১) টেবিলের ১৯(ক)বর্ণিত আইনে মনিরামপুর থানায় একটি মামলা হয়েছে।যার মামলা নং ১৮।

এএসআই সোহেল রানা পারভেজ জানান,,,,গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করা হয়েছে।তারা উভয়ে মাদক কারবারি।তিনি আরও বলেন,,যুব সমাজ ধ্বংসের মুল কারিগার এদের মত মাদক কারবারিরা।সুতারাং আমাদের সকলেরই উচিৎ সমাজের এই সমস্ত লোকেদের আইনের আওতায় আনার জন্য সহযোগিতা করা।