এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামে দুইটা গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত তপন রায় (৩০) সুজাতপুর গ্রামের গণেশ রায়ের ছেলে।
এব্যাপারে জানতে চাইলে নেহালপুর পুলিশ ক্যাম্পের নবাগত ইনচার্জ আল ইমরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত আনুমানিক ১১.৩০ টার দিকে আসামি তপন রায়কে আটক করে তার স্বীকারউক্তি অনুসারে নিজস্ব মরিচ বাগান থেকে গাঁজা গাছ ২টি উদ্ধার করা হয়।
মণিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় যার নং ০৮/২৩ এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।